কথা ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করছেন সকলের প্রিয় অভিনেত্রী মেঘা দাঁ। যিনি এর আগে ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। পিলু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে।
অভিনয়ের পাশাপাশি নানারকম ফটোশুটে ব্যস্ত থাকেন এই টলি তারকা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন রিল ফটোশুটে তার দেখা মেলে। আচমকাই বিয়ের কনের সাজে ধরা দিলেন মেঘা, যা দেখে চোখ ছানাবড়া সকলের। নেটিজেনদের প্রশ্ন মেঘা কি বিয়ে করছে নাকি?
View this post on Instagram
আসলে এই সাজ রিয়েলে নয়, বরং রিলে। খুব সম্ভবত চরিত্রের খাতিরেই মেঘা বিয়ের কনের সাজে। তবে সে যাই হক না কেন বিয়ে সাজে নেটিজেনদের নজর কেড়েছেন মেঘা। সকলেই জানিয়েছেন মেঘাকে খুব মিষ্টি দেখাচ্ছে।
View this post on Instagram