স্টার জলসার কথা ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মেঘা দাঁ। যিনি এর আগে পিলু ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে নায়িকা থেকে ভিলেন চরিত্রে দেখে অবাক হয়ে গিয়েছিলেন দর্শকেরা।
তবে ভিলেন চরিত্রেও দর্শকের মন জয় করেছেন মেগা। ম্যান্ডি চরিত্রে দারুণ প্রশংসা পাচ্ছেন। বহুদিন ধরে ধারাবাহিকে ম্যান্ডিকে দেখা যাচ্ছিল না।
তবে এবার ফিরতে চলেছেন ম্যান্ডি। আবার কথা এবং এভির জীবন তছনছ করতে আসছে সে। বহুদিন পর মেঘাকে পর্দায় পেয়ে আনন্দিত অনুরাগীরা।