আর মাত্র কয়েকটা দিন! মেয়ের হাতেই জমিয়ে সাত মাসের সাধ খেলেন ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেত্রী মানসী সেনগুপ্ত

অভিনেত্রী মানসী সেনগুপ্ত

চোখে-মুখে মাতৃত্বের জেল্লা, লাল পাড় সাদা শাড়ি, পরনে সোনার গয়নাতে বেশ ভালই মানিয়েছে অভিনেত্রীকে। এদিন জমিয়ে সাত মাসের সাধ খেলেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা ওরফে অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

মানসী সেনগুপ্ত

রবিবার কলকাতার এক নামী রেস্তোরাঁয় মানসীর সাধের আয়োজন করেছিলেন তার পরিবার ও বন্ধুরা। সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিল টলিপাড়ার অনেকেই। তার মধ্যে ছিলেন পল্লবী শর্মা, অরিজিতা, দীর্ঘই পাল-সহ বহু তারকাকে। মানসীর সঙ্গে ছিল তার মা ও বোনও।

মানসী সেনগুপ্ত

প্রথম সন্তান কন্যা, দ্বিতীয়বার কি কন্যা নাকি পুত্র সন্তান চান মানসী। এই প্রসঙ্গে মানসী জানিয়েছেন, এবারেও ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিতে চান অভিনেত্রী। সেক্ষেত্রে পুত্র সন্তান হলেও কোন আক্ষেপ থাকবে না তার। আসন্ন মার্চেই হয়ত দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by SITI CINEMA (@siticinema)

ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। ‘নিম ফুলের মধু’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে স্বল্প দিনের বিরতিতে আছেন, তবে সন্তান জন্মের মাস দুয়েকপরেই আবারও কাজে ফিরবেন বলেই জানিয়েছেন মানসী।