মাতৃত্ব কোন কাজের জন্যই যে বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। চলতি বছরের ১৯ মার্চ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মানসী। মা হওয়ার তিন মাস পুর্ণ হবার আগেই ফের কাজে ফিরলেন অভিনেত্রী। বেশকিছুদিন আগেই তার পোস্ট করা ভিডিওতে দেখা যায় সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়েই ফটোশুট সেরেছেন মানসী।
দর্শকমনে ইতিমধ্যেই কৌতুহল জেগেছে, এবার কোন চ্যানেলে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে? স্টার জলসার আসন্ন মেগা ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন মানসী সেনগুপ্ত।
ইতিমধ্যেই ধারাবাহিকের তার লুকের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয় যা দেখে বোঝাই যাচ্ছে গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন মানসী। তবে চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা এখনও জানা যায়নি।
এর আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ চালিয়ে গিয়েছিলেন মানসী। সেই সময়তেই তিনি জানিয়েছিলেন, মা হবার পর খুব বেশিদিনের জন্য বিরতি নিতে চান না। আপাতত সদ্যোজাত ছেলেকে সামলে আবার আগের মতই শুটিং ফ্লোরে ফিরেছেন মানসী।