সুখবর! দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ঘরে এলো নতুন অতিথি

অভিনেত্রী মানসী সেনগুপ্ত

টেলি পাড়ায় ফের খুশির খবর, মা হলেন ‘নিমফুলের মধু’র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। আজ সকালে একটি ফোটো কার্ড শেয়ার করে খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী।

প্রথম কন্যা সন্তানের পর দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন মানসী। সেই সুখবর শেয়ার করে মানসী লেখেন, ‘ইটস অ্যা বেবি বয়।’ সেই খবর সামনে আসতেই অভিনেত্রীকে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন।

গত ডিসেম্বর প্রেগন্যান্সির খবর শেয়ার করেন। গর্ভবতী অবস্থায় নিম ফুলের মধু’র শুটিং চালিয়ে যান। কিছুদিন আগে সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । বেশ ধুমধাম করে সাধের আয়োজন করেছিলেন মানসী।

 

View this post on Instagram

 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)