গ্ল্যামার দুনিয়ায় চারিদিকে খারাপ খবরের মাঝেই সামনে এলো খুশির খবর। ফের আরও এক জনপ্রিয় অভিনেত্রী মা হতে চলেছেন। তবে বর্তমানে কিন্তু তিনি আর অভিনয় জগতের সঙ্গে একেবারেই যুক্ত নেই। শৈশবে শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন বড়পর্দায় আর তাতেই মিলেছিল বিপুল খ্যাতি।
নিশ্চয়ই বুঝতে পারছেন না এখানে কার কথা বলা হচ্ছে। মনে পড়ে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ছোট পু’কে। করিনা কাপুরের ছোটবেলার পু চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী অভিনেত্রী মালবিকা রাজ। যদিও সে এখনো ছোট নেই।
‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই ছোট পু অর্থাৎ অভিনেত্রী মালবিকা রাজ খুব শীঘ্রই মা হতে চলেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী প্রণব বাগ্গার সাথে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। খুব শীঘ্রই দুই থেকে তিনি হতে চলেছেন তারা।