টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগ সময় তাকে খলচরিত্রে দেখা গেলেও বাস্তবে মানুষটা একেবারে অন্যরকম। অল্প বয়সে প্রেম করে বিয়ে করেন মল্লিকা। মেয়ের বয়স যখন ৯ সেই সময় স্বামী এসে জানান পরকীয়ায় জড়িয়েছেন। সেই থেকে শুরু লড়াই হয় অভিনেত্রীর।
মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে হয় মল্লিকাকে। তখন থেকে একা হাতে মেয়েকে বড় করে তোলা। মেয়ের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জীবনের দিকে তাকানোর সময় পাননি মল্লিকা।
বর্তমানে ১৭ বছরের মেয়ে গরিমার ইচ্ছাতেই নতুন করে সংসার পাতেন মল্লিকা। কোভিডকালে রুদ্রজিতের সঙ্গে দেখা হয় তার। পেশায় একজন ডাক্তার রুদ্রজিত। তার প্রস্তাবেই বিয়েতে রাজি হয় মল্লিকা।
সাহেবের চিঠি, সর্বজয়া, মেমবউ, জীবন সাথী, যমুনা ঢাকি, জাহানারা, গোয়েন্দা গিন্নী সহ একাধিক ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা। এই মুহূর্তে ‘গীতা এলএলবি’ ও ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। এছাড়াও রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে দেখা মিলেছে মল্লিকার।