‘সুবর্ণলতা হোক’ বা ‘ওগো বধূ সুন্দরী’, ছোটপর্দার একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন। অভিনেত্রীর ব্যক্তিত্ব এবং অভিনয়শৈলী বরাবর দর্শকের মন কেড়েছে। এখানে অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রের কথা বলা হচ্ছে।
২৫ বছর ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত মৈত্রেয়ী। এতগুলো বছরের মধ্যে কয়েক বছর ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন অভিনেত্রী। এই প্রথম নিজের জীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন।
অভিনেত্রী জানান, যখন জি-বাংলায় সুবর্ণলতা সিরিয়ালে অভিনয় করতেন, সেই সময় স্টেরয়েডের কারণে তার পুরো মুখ পুড়ে যায় আর অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। যার ফলে সুবর্ণলতা ধারাবাহিকের মাঝপথেও সরে আসেন। কিন্তু পুরোপুরি হাল ছেড়ে দেননি। কষ্ট সহ্য করে আবার অভিনয়ে ফিরে আসেন। ওই পুড়ে যাওয়া মুখেই মেকআপ করে অভিনয় করতে হয়েছিল তাকে।
অভিনেত্রী জানান, তার সারা মুখ জ্বলত সেই সময়। মেকআপ ফেটে যেত, ফোসকা পরে যেত। সেই অবস্থায় আবার মেকআপ করে ফ্লোরে যেতেন। পরিচালক এবং টেকনিশিয়ান দাদারা অনেক সাহায্য করেছেন তাকে । ক্যামেরা এমনভাবে ধরা হত যাতে মুখের ক্ষত বোঝা না যায়। অভিনেত্রীর মতে তিনি ২৫ বছর এই ইন্ডাস্ট্রি থেকে শুধু পেয়েই গেছেন তাই তিনি কৃতজ্ঞ।
সেই সময় তিনি আয়নায় নিজের মুখ দেখতেন না কারণ ভেঙে পড়বেন। রাস্তায় বেরোলে অনেকে নানান কথা বলত। তবে সব পরিস্থিতি সামলে তিনি এগিয়ে গেছেন।