অভিনেত্রী মধুরিমা বসাক ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। বেশিরভাগ দর্শকের কাছে এখন তিনি শিরিন নামেই পরিচিত। ‘গুড্ডি’ ধারাবাহিকে শিরিন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তবে এর আগে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।
তাকে শেষবারের মতো দেখা গেছে স্টার জলসার ‘চিনি’ ধারাবাহিকে। দর্শক তাঁর চরিত্রটিকে যেভাবেই নিক না কেন মধুরিমা ভালোবাসা পাচ্ছেন এটাই অনেক। ছোটপর্দার বেশিরভাগ ধারাবাহিকে তাকে ভিলেন চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। পাশাপাশি বড়পর্দা এবং ওয়েব সিরিজেও কাজ করেন।
তবে এবার নতুন যাত্রায় পা রাখতে চলেছেন মধুরিমা। এবার বাংলা সিরিয়ালের দর্শকদের মন জয় করার পর মধুরিমা হিন্দি সিরিয়ালের দর্শকদের মন জিততে চলেছে। হ্যাঁ, খুব শীঘ্রই কালার্সের একটি হিন্দি সিরিয়ালে তাকে দেখা যাবে। নিজের নতুন কাজ নিয়ে ভীষণ উত্তেজিত অভিনেত্রী।