যশের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

অভিনেত্রী মধুমিতা সরকার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জুটি বাঁধল যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার । ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পর তাদের জুটির রসায়ন শুধু এপার বাংলা নয় ওপার বাংলায়ও জনপ্রিয়। অনুরাগীদের অনুরোধে এবার যশ ও মধুমিতার জুটি ফের ফিরল। তবে বড় পর্দায় নয় বরং ‘ও মন রে’ মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন যশমিতা।

অভিনেত্রী মধুমিতা সরকার

ধারাবাহিক থেকে মিউজিক ভিডিও অভিনেতা যশের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার । মধুমিতা জানায়, “এত বছর পর যশের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আবার নতুন করে একে অপরকে চিনলাম। আমরা উভয়ই অনেক পরিবর্তন হয়েছি। পেশাগত বলুন বা ব্যক্তিগত বলুন আমরা দুজনেই অনেক পরিণত”।

খুবই শীঘ্রই বাবা যাদবের এই গানের ভিডিও রিলিজ হবে। সম্পর্কের নানা দিক এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। অনুরাগীরা অপেক্ষায় তাদের যশমিতাকে আবার পর্দায় দেখার জন্য।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here