বাংলা টেলিভিশনের অভিনেত্রী মধুবনী গোস্বামীর হতকাল পোস্ট করা একটি লেখা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। আগের তোলা বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের নানা রকম আনন্দের সারপ্রাইজ দিয়ে থাকে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব। একটা ভিডিয়োর মাধ্যমে। বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল… সত্যি বলতে, আমিও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের অফিসিয়ালি জানানোর জন্য। পুনশ্চ- এটা খুবই একটা ভালো খবর। আর এটা আমার পার্লার বিষয়ে কিছু নয়, সম্পূর্ণ অন্য একটা বিষয়ে।’
অভিনেত্রীর করা এই পোস্ট থেকে জলঘোলা শুরু হয়। অনেকে ভেবে বসেন অভিনেত্রী দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। আর সুখবর পাওয়ার অপেক্ষায় ছিলেন তার অনুগামীরা। তবে মন সকলের মন ভাঙলেন অভিনেত্রী।
আজকে সেই সুখবর নিজের ফেসবুকে শেয়ার করলেন মধুবনী। না, তিনি মা হচ্ছে না বরং নতুন পেশায় পা রেখেছেন। পার্লারের পর এবার ব্যাগের ব্যবসা শুরু করলেন অভিনেত্রী। নিজেই ফেসবুক লাইভে এসে সকলের সঙ্গে শেয়ার করে নেন। লেখেন, ‘অপেক্ষার অবসান হল। Good News ফাইনালি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, Official Announcement- এর মাধ্যমে।’