টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। আপাতত অভিনেত্রীর ছেলের বয়স চার বছর। মা হওয়ার পর কিছুটা সময় অভিনয় থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। অভিনয় থেকে বিরতি নিয়েও বসে থাকেননি অভিনেত্রী। এ সময়টায় নিজের ব্যবসা পার্লার এবং ইউটিউব ভ্লগিং নিয়েই ব্যস্ত ছিলেন মধুবনী।
সন্তানকে সময় দেওয়ার জন্যই কেরিয়ার থেকে বিরতি নেওয়া অভিনেত্রীর, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছুই বলেছিলেন তাকে। এবার সেই মধুবনীই ফিরছেন পর্দায়। দীর্ঘ বিরতির পর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য় এন্ট্রি নিলেন মধুবনী।
ধারাবাহিকের নায়িকা কমলিনীর পক্ষের উকিল হিসেবে স্ক্রিনে আসতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবার থেকেই তার ট্র্যাক সম্প্রচার শুরু হয়েছে।
‘চিরসখা’ ধারাবাহিকে চলছে জমজমাট ট্র্যাক। কমলিনী- চন্দ্রর ডিভোর্স মামলায় কমলিনীর হয়ে আইনি লড়াই লড়তে আসছেন মধুবনী। অভিনেত্রীর উপস্থিতি যেন গল্পে নতুন উত্তেজনা ও মোড় নিয়ে আসতে চলেছে।