‘আজকাল চ্যানেল থেকে সংবাদ মাধ্যম, নতুন অভিনেতাদের নিয়ে যেভাবে মাতামাতি করেন, তাতে মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক! তবে এদের বুঝতে হবে এসব ক্ষণিকের, তাহলেই আত্মহত্যা কমবে’, মুখ খুললেন খেয়ালী দস্তিদার

অভিনেত্রী খেয়ালী দস্তিদার

সিরিয়াল হোক বা সিনেমা, টলি ইন্ডাস্ট্রিতে এখন নতুন মুখের ছড়াছড়ি। একটা সিরিয়াল করেই কেউ কেউ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছে। নামখ্যাতির পাশাপাশি অনবরত বাড়ছে ডিপ্রেশন, ঘটছে একের পর এক আত্মহত্যা। চলতি বছরে টলি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন নতুন মুখ পল্লবী-বিদিশা-মঞ্জুষা মতো নবাগতারা। তিনজনের বয়স ২১ থেকে বড়জোর ২৫-এর মধ্যে। এত কম বয়সে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন এই টলি অভিনেত্রী মডেল। লাইফ পার্টনার থেকে মানসিক অবসাদে জর্জরিত আজকের জেনারেশনের ছেলেমেয়েরা। এই নিয়ে এবার প্রথমবার tv9bangla কাছে মুখ খুলতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী খেয়ালী দস্তিদারকে।

অভিনেত্রী খেয়ালী দস্তিদার জানান, “আজকাল চ্যানেল থেকে সংবাদ মাধ্যম নতুন অভিনেতাদের নিয়ে যেভাবে মাতামাতি করে তাতে মাথা ঘুরিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে এদের বুঝতে হবে এসব ক্ষণিকের।আজ নাম রয়েছে বলে কালও থাকবে এমন নয়”।

অভিনেত্রীর মতে, “ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর নতুন মুখ আসছে। তাদের দিয়ে  বড় বড় হোডিং, অটোগ্রাফ, চ্যানেল বিভিন্ন জায়গায় প্রমোশন করানো হচ্ছে। এই বাচ্চা বাচ্চা ছেলে-মেয়েগুলোকে তাদের আশে পাশের মানুষগুলোর বোঝানো উচিত, এগুলো সাময়িক। এতে মাথা ঘুরলে চলবে না। তাহলেই ডিপ্রেশন কমবে আর দুর্ঘটনা কামানো যাবে”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here