অভিনেত্রী খেয়ালী মন্ডল, বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ফড়িং চরিত্রেই খ্যাতি পেয়েছিলেন খেয়ালী।
এরপর জি-বাংলার ‘মিলি’ ধারাবাহিকে দেখা গেছে খেয়ালীকে। যদিও দুর্ভাগ্যবশত সেই ধারাবাহিক মাত্র ২ মাসেই পর্দা থেকে বিদায় নিয়েছে। এরপর আর তাকে কোনও বাংলা সিরিয়ালে দেখা যায়নি।
তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ফিরতে চলেছেন খেয়ালী। পর্দায় আসছে একটি নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকেই নায়িকার চরিত্রে ফিরছেন খেয়ালী। কথাবার্তা চলছে জোরকদমে। যদিও অভিনেত্রী নিজে কিছু প্রকাশ করেননি। তবে যতদূর শোনা যাচ্ছে এই ধারাবাহিক সান বাংলায় আসতে চলেছে।