বাংলা টেলিভিশনে ফিরছে দুই চেনা মুখ। দুজনেই বাংলা ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রথমবার তারা জুটি বাঁধতে চলেছেন একসাথে। কারা?
তারা হলেন অভিনেতা সৈয়দ আরেফিন এবং অভিনেত্রী খেয়ালী মন্ডল। সৈয়দ আরেফিন জনপ্রিয়তা পেয়েছেন ‘খেলাঘর’ আর ”তুঁতে’ ধারাবাহিকের হাত ধরে এবং অভিনেতা খেয়ালী মন্ডল জনপ্রিয়তা পেয়েছেন আলতা ফড়িং এর হাত ধরে।
এই প্রথমবার একসাথে তাদের দেখা মিলবে নতুন ধারাবাহিকে। দুই বোনের গল্প নিয়ে পর্দায় আসছে নতুন ধারাবাহিক। ‘সুরিন্দর ফিল্মস’ এর এই প্রযোজনার ধারাবাহিক আসতে চলেছে সান বাংলায়। অভিনেতা রুপাঞ্জনা মিত্র থাকবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। খুব শীঘ্রই প্রোমো আসতে চলেছে পর্দায়।