মিলি অতীত! এবার পর্দায় পুতুল হয়ে আসছে অভিনেত্রী খেয়ালী মন্ডল

অভিনেত্রী খেয়ালী মন্ডল

অভিনেত্রী খেয়ালী মন্ডল, বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ফড়িং চরিত্রেই খ্যাতি পেয়েছিলেন খেয়ালী।

এরপর জি-বাংলার ‘মিলি’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরলেও সেই ধারাবাহিক খুব বেশি দিন টিভির পর্দায় চলেনি। মাত্র ২ মাসেই পর্দা থেকে বিদায় নেয় ‘মিলি’ ধারাবাহিকটি। তবে আর তাকে ছোটপর্দায় দেখা যায়নি।

মিলি এখন অতীত। সূত্রের খবর এবার পুতুল হয়ে পর্দায় ফিরছেন খেয়ালী। সুরিন্দর ফিল্মস প্রযোজনার আসন্ন ধারাবাহিকে নায়িকা তিনি। বিপরীতে থাকবেন অভিনেতা সৈয়দ আরফিন। যিনি এর আগে খেলাঘর, তুঁতে, যোগমায়ার মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।