দাম্পত্য জীবনের ২৫ বছর পার! ‘এখনকার সম্পর্কে লজ্জা নেই, শ্রদ্ধা নেই কিন্তু আমাদের সময় এইরকম ছিল না তাই ভালবাসাটা ছিল’, বললেন অভিনেত্রী খেয়ালী দস্তিদার

অভিনেত্রী খেয়ালী দস্তিদার

একসময় বাধ্য হয়েই ভাঙতে হয়েছিল প্রথম বিয়ে। ছেলের হাত ধরে সেই পরিস্থতি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী খেয়ালী দস্তিদার। এরপর অভিনেতা অরিন্দম গাঙ্গুলির সাথে পরবর্তীকালে বিয়ে করেন এবং সুখে সংসার করছেন অভিনেত্রী।

দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৫ বছর পার করে ফেললেন খেয়ালী দস্তিদার। তার পরিবার এবং কাছের মানুষের সাথে ২৫ বছরের উদযাপনে মেতে উঠলেন। এদিন ‘জীবনে কী পাব না’ গান গাইলেন অরিন্দম। তার সঙ্গে তাল মেলালেন খেয়ালী। বাবা-মায়ের সেই মিষ্টি মুহূর্তে ক্যাপচার করলেন ছেলে আদিত্য।

বাবা-মায়ের সেই ভিডিও ভাগ করে আদিত্য লেখেন,  “মজা, একসঙ্গে খাওয়া-দাওয়ার ২৫ বছর। নিঃস্বার্থ ভালবাসা, সমস্ত সমস্যা অনায়াসে সমাধান থেকে চার দেওয়ালের মধ্যে কাটানো সবচেয়ে আনন্দের সময়ের সাক্ষী এই ২৫ বছর। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মা-বাপি।”

২৫ বছর একসঙ্গে থাকা সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খেয়ালী আজকাল ডট ইনকে বলেন, ‘আমাদের প্রতিদিন বড্ড অন্যরকম। রোজ ভালবাসা বেড়েছে। বন্ধুত্ব বেড়েছে। তাই একঘেয়ে লাগেনি, বরং নতুন করে নিজেদের আবিষ্কার করেছি। আসলে আমার মনে হয়, এখনকার সম্পর্কে অপেক্ষা নেই, লজ্জা নেই, শ্রদ্ধা নেই তাই ভালবাসায় এত অভিযোগ। আমাদের সময় এইরকম ছিল না। তাই হয়তো ভালবাসাটা একটু সহজ ছিল। তাই ২৫টা বছরের প্রতিটা আমাদের কাছে খুব অভিনব ছিল।’