অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। একাধিক বাংলা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে মিঠাই ধারাবাহিকে নন্দা চরিত্রে অভিনয় করে তার ক্যারিয়ার গ্রাফ রাতারাতি পাল্টে যায়।
মিঠাই ধারাবাহিকের পর জি-বাংলার ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে ভালো প্রশংসা অর্জন করেছেন। ধারাবাহিকে কৌশাম্বী আর ফাহিমের জুটি ভালো খ্যাতি পেয়েছে দর্শকমহলে।
তবে আচমকাই আরও একটি নতুন ধারাবাহিকে তাকে দেখে অবাক ভক্তরা। জি-বাংলার পর এবার স্টার জলসার ধারাবাহিকে দেখা মিলবে তার। স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে আজ থেকে। ডাক্তার মোহনা সেন চরিত্রে অভিনয় করবেন কৌশাম্বী। তবে তার চরিত্রটি পজেটিভ না নেগেটিভ এখনো জানা যায়নি।