সুখবর! এবার নতুন পেশায় পা রাখলেন অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়

অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়

ছোটপর্দায় অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিরিয়ালপ্রেমীরা। যদিও আয় তবে সহচরী ধারাবাহিকের পর তাকে আর কোনও বাংলা সিরিয়ালে দেখা যায়নি।

সিরিয়াল না করলেও, ছোটপর্দায় সাথে জড়িত রয়েছেন তিনি। জি-বাংলার রান্নাঘরের দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগে মাকে হারিয়েছেন অভিনেত্রী। সেই শোক সামলে এবার নতুন পথচলা শুরু কনীনিকার।

অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়

মেয়ের হাত ধরেই শুরু করলেন নতুন পেশা। মা ও মেয়ের যুগলবন্দিকে সুন্দর করে সাজাতে অভিনেত্রী খুলে ফেললেন তার নিজস্ব পোশাকের সংস্থা ‘কনী অ্যান্ড কিয়া’। মেয়ের নামেই সংস্থার নাম রেখেছেন তিনি।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, ‘আমার কাপড়ের ব্যবসা করার চিন্তাভাবনা কখনই ছিল না, তবে একজনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে শুরু করি। পরে সেই মহিলা আমাকে ভুল বুঝতে শুরু করেন নানা কারণে, তাই আমি নিজেই সরে আসি। মাত্র এক মাসের মধ্যেই সবরকম ভাবনা চিন্তা করে এ নতুন ব্যবসা শুরু করলাম, তবে খুব বেশি আয়ের কথা মাথায় রেখে এই যাত্রা শুরু করিনি। আসলে আমি নিজে কন্যাসন্তান খুব ভালবাসি…সব সময় ভাবতাম আমার মেয়ে হলে আমি তাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখব। এমনকি মায়ের পোশাক পড়তে খুব ভালবাসি। আমার যখন কাজ থেকে ফিরতে দেরি হয়, তখন এসে দেখি কিয়া আমার কোনও জামা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে… কারণ সেই পোশাকে মায়ের গন্ধ থাকে, স্পর্শ থাকে। তাই মা-মেয়ের সম্পর্কটা আরও সুন্দর করতে, রঙিন করতেই আমার এই ভাবনা। অনেক আগে থেকে ভাবনা চিন্তা করেছি এমনটা নয়, মাত্র কয়েক দিনের মধ্যেই এই কাজ শুরু করলাম।’

সুত্রঃ https://www . aajkaal . in/story/43294/actress-koneenica-banerjee-turns-entrepreneur-with-daughter-inspired-brand