খারাপ খবর! কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

কাঞ্চনা মৈত্র

নতুন বছরের শুরুতেই সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ২০১৪ সালে হারিয়েছেন বাবাকে। এবার মাকে হারালেন অভিনেত্রী কাঞ্চনা। বৃহস্পতিবার ভোররাতেই ঘটে অঘটন। আচমকাই স্ট্রোকের কারণে বাড়িতেই মারা যান অভিনেত্রীর মা। মাকে হারিয়ে শোকে আচ্ছন্ন অভিনেত্রী।

মৃত্যুকালে অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৭২ বছর। কাঞ্চনাই ছিলেন একমাত্র সন্তান। সমস্ত দায়িত্ব এখন নিজের কাঁধেই।

আজকাল ডট ইন-কে কাঞ্চনা বলেন, “কী বলব বুঝতে পারছি না। হঠাৎই চলে গেলেন মা। গতকাল রাত দেড়টা পর্যন্ত দু’জন বসে কত গল্প করলাম। কী করে বুঝব এমনটা হবে? একটুও তো সময় দিলেন না।”

কাঞ্চনা আরও বলেন, “ভোর সাড়ে তিনটে নাগাদ যখন হাসপাতালে নিয়ে যাই তখনই বুকটা কেমন করছিল। আসলে মায়ের শরীর ভারী হয়ে গিয়েছিল। গাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা দেখেই আমায় বলেন মা আর নেই। আসলে বাড়িতেই সব শেষ হয়ে গিয়েছিল। বুঝতেই পারলাম না।”

অভিনেত্রীর কথায়, “আজ আমার ছবি খাঁচার প্রোমোশন ছিল। আমি গতকাল রাতেই মাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী পরব না পরব। মা বকাও দিচ্ছিলেন যে কেন আগের দিনই তাড়াহুড়ো করি সব সময়। আমি ভাবতেই পারছি না কিছু। এভাবে সবটা শেষ হয়ে যাবে!” মাকেও হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।

এই মুহূর্তে কাঞ্চনাকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’য়। হাতে রয়েছে আরও বেশকিছু কাজ। এছাড়াও আগামীতে তাঁকে দেখা যেতে চলেছে ‘কপাল ২’ ছবিতে।

কাঞ্চনা মৈত্র

 

Previous article60 টি হুমায়ুন আহমেদের উক্তি । অনুপ্রেরণামূলক বাণী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।