
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী জুঁই সরকার। যিনি ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। তবে এবার নতুন ধারাবাহিকে একেবারে নতুন রুপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী।
এবার থেকে তাকে দেখা যাবে জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে। শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে দেখা মিলবে তার। নায়কের মা অঞ্জনা বসুর খুব কাছের একজন মানুষ তিনি।
সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন জুঁই। খুব দক্ষ একজন অভিনেত্রী তিনি। আজকাল ডট ইন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘অ্যাক্রোপলিসের স্নিগ্ধাদি সব সময় আমাকেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন বারবার নিজেকে ভাঙার। সেই কারণেই নেতিবাচক চরিত্র করার পর এরকম একটি ইতিবাচক চরিত্র পেলাম। মূলত নেতিবাচক চরিত্র যারা করেন তারা সেই ধরনের চরিত্রই পেয়ে থাকেন, আমার ক্ষেত্রে সেটা হয়নি এইজন্য আমি কৃতজ্ঞ।’