বাঙালি পরিবারের ওড়িয়া বউমার ভূমিকায় ফিরছেন ‘কানামাছি’র খ্যাত কথা ওরফে অভিনেত্রী জয়িতা গোস্বামী

অভিনেত্রী জয়িতা গোস্বামী

‘কানামাছি’ ধারাবাহিকে মিষ্টি কথা চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী জয়িতা গোস্বামী। ধারাবাহিকে অভিনেতা ফারহান ইমরোজির বিপরীতে তাকে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন জয়িতা।

২০১২ সালে স্টার জলসার প্রথম ‘ভাষা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন জয়িতা। তবে ‘কানামাছি’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় খ্যাতি অর্জন করেছিলেন।  ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকে অভিনয় করার পর প্রায় ৮ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন জয়িতা।

অভিনেত্রী জয়িতা গোস্বামী

বর্তমানে একের পর এক ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। তবে এবার একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে। স্টার জলসায় আসছে এক প্রত্যন্ত আদিবাসী গ্রামের মেয়ের গল্প। সিরিয়ালের নাম ‘রাঙামতি তীরন্দাজ’। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো দর্শক দেখে ফেলেছেন। আর এই ধারাবাহিকের এবার কৌতুক চরিত্রে অভিনয় করবেন জয়িতা। গল্পে নায়কের মেজো বৌদির চরিত্রে দেখা মিলবে তার।  বাঙালি পরিবারের ওড়িয়া বউমার ভূমিকায় দেখা যাবে তাকে। তার স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দ্রানীভকে।