সুখবর! পরিবারে আসছে নতুন সদস্য, দ্বিতীয়বার মা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী

 ইশিতা দত্ত

ফের দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইশিতা দত্ত। যিনি অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর মেয়ের অভিনয় করেছিলেন। ‘ফিরঙ্গি’ এবং ‘ব্ল্যাঙ্ক’ এর মতো ছবিতেও অভিনয় করেছেন।

অভিনেত্রী ইশিতা দত্ত কর্মসূত্রে মুম্বাই থাকলেও তিনি বাংলার মেয়ে। জামশেদপুরে জন্মগ্রহন করেন। বৎসল শেঠের সঙ্গে বিয়ে সারেন ইশিতা। এরপর তার প্রথম সন্তান জন্মগ্রহন করেন।

এবার দ্বিতীয় সন্তান আসার ইঙ্গিত দিলেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করে ইশিতা লেখেন, ৯ বছর ধরে আমরা একে অপরকে চিনি। ৮ বছর ধরে তোমাকে ভালোবাসি। একটি ছোট্ট ভালোবাসা আমরা তৈরি করেছি এবং শীঘ্রই আমাদের হৃদয় আবার বড় হবে।’ অভিনেত্রীর পোস্ট দেখেই সকলে আন্দাজ করছেন আবার মা হতে চলেছেন ইশিতা। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনো নীরব।