‘ইন্ডাস্ট্রিতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়’, অভিনয় জগত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রানী বসু মজুমদার

ইন্দ্রানী বসু মজুমদার

অভিনেত্রী ইন্দ্রানী বসু মজুমদার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত একজন। ক্যারিয়ারের শুরুতে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। টিভির পর্দায় রূপকথা, এক আকাশের নিচে, মোহিনী সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। যদিও দীর্ঘ বেশ কয়েকবছর ধরে লাইম লাইট এর দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।

Aam Arpita নামক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি নিজে নিজেই টেলিভিশনের পর্দা থেকে একসময় সরে আসি। বর্তমানে যদি কোনো ভালো কাজ পায়, ভালো স্ক্রিপ্ট পাই, অভিনয় করার সুযোগ পাই অবশ্যই কাজ করব।’

অভিনেত্রী আরও বলেন, ‘মাঝে আমি ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু কাজ করেছি। ভালো স্ক্রিপ্ট পেয়েছি, তাই কাজ করেছি। তাই ভালো কাজ পেলে টেলিভিশনের পর্দায় আবার যে কোন সময় প্রকট হতে পারি।’

বর্তমান সময়ে অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও কথা বলতে শোনা গেল ইন্দ্রানীকে। ইন্দ্রানীর কথায়, আগে অভিনেতা-অভিনেত্রীদের ১৮ ঘন্টা পর্যন্ত কাজ করানো হত। এখন তো সেটা দাঁড়িয়েছে ১০ থেকে ১৪ ঘন্টা। হিসাবমত তারা খুবই লাকি। সেই তুলনায় তাদেরকে মাঝরাত অবধি কাজ করতে হত,এমনকি বাজে প্রস্তাবও পেতে হয়েছে।

কাস্টিং কাউচ সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা আমি স্পষ্ট বক্তা বলেই হয়ত কখনও এমন ধরনের অফার পাইনি। ইন্ডাস্ট্রিতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কথাটা প্রচলিত হলেও আমাকে কখনও এসব কিছু ফেস করতে হয়নি।’