“যাকে আমি মানুষ করেছি দুঃসময়ে তাকেই পাশে পেলাম না…শ্বশুরবাড়ির কেউই”, স্বামীকে হারিয়ে চোখে জল অভিনেত্রীর

সুভদ্রা মুখোপাধ্যায়

স্বামী মৃত্যুর পর খুব স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। খুব অল্প বয়সেই স্বামীকে হারানোয় অভিনেত্রীর সুস্থ স্বাভাবিক জীবনে ঘটে ছন্দপতন। ২০২৪ এর অক্টোবর মাসে মহালয়ার ভোরে স্বামী ফিরোজকে হারান অভিনেত্রী। তারপর থেকে দীর্ঘ একবছর অভিনয় হগত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী।

স্বামী চলে যাওয়ার পর পরিবার সহ মেয়ের দায়িত্ব তার ওপরেই। এই কঠিন সময়ে কাছের মানুষকে পাশে পাননি অভিনেত্রী। সেই আক্ষেপের কথাই সাক্ষাৎকারে জানালেন সুভদ্রা।

ফ্রি থ্রি সাক্ষাৎকারে সুভদ্রা জানান, ‘স্বামী মারা যাবার পরই আমি মানুষ চিন্তে শিখেছি। যাদের এক সময় নিজের মানুষ ভাবতাম কাছের মানুষ ভাবতাম, আমার কোন বিপদে তারা ঝাপিয়ে পড়বে জানতাম, একটা সময় তারাই দূরে সরে গিয়েছিল।’

‘আমার স্বামীর থেকে ১০ বছরের ছোট তাকে আমি এক প্রকার করে মানুষ করেছি কিন্তু সেই সময় দেখলাম তারা কি আমার পাশে নেই শ্বশুরবাড়ির এমন অনেক মানুষই ছিলেন যারা, যাদের আমি নিজের লোক ভাবতাম তারা সেই সময় উধাও হয়ে গিয়েছিল।’ বর্তমানে মেয়ে ঘিরেই অভিনেত্রী জীবন।