‘পিলু’ ধারাবাহিকের ২ বছর পর ফের একফ্রেমে মা-মেয়ে রঞ্জা-মণিমা ওরফে ইধিকা-অঞ্জনা

ইধিকা-অঞ্জনা

২০২২ সালের জি-বাংলার পর্দায় এসেছিল ‘পিলু’ ধারাবাহিক। যা বাংলা টেলিভিশনের আরও একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মেঘা দাঁ এবং অভিনেতা গৌরব রায় চৌধুরী।

তবে পরবর্তীকালে নায়ক-নায়িকাকে ছাপিয়ে যায় পার্শ্বচরিত্রে রঞ্জা আর মল্লারের জুটি। রঞ্জা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইধিকা পাল এবং মল্লার চরিত্রে অভিনয় করেছিলেন ধ্রুব সরকার। এই ধারাবাহিক ইধিকার জীবনে টার্নিং পয়েন্ট। এই ধারাবাহিকের পরেই বড়পর্দায় পা রেখেছেন। বর্তমানে খাদান সিনেমার হাত ধরে সকলের কাছে তিনি ‘কিশোরী’ হয়ে উঠেছেন।

‘পিলু’ ধারাবাহিকের ইধিকার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। মণিমা আর রঞ্জার রসায়ন দারুণ পছন্দ ছিল দর্শকের। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর মা আর মেয়ের জুটিকে ভীষণ মিস করেছিলেন নেটিজেন।

প্রায় ২ বছর পর আবার একফ্রেমে দেখা মিলল অনস্ক্রিন মা আর মেয়েকে। খাদানের সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন অঞ্জনা বসু। আর সেখানেই রঞ্জা ওরফে ইধিকা দেখে জড়িয়ে ধরেন। এমনকি অনস্ক্রিন মায়ের সাথে জমিয়ে নাচতেও দেখা যায় ইধিকাকে। তাদের আবার একসাথে দেখে পিলু ধারাবাহিকের স্মৃতিতে ভাসলেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by ViralKolkata (@itsviralkolkata)