‘পিলু’ ধারাবাহিকের বহুদিন পর জি-বাংলার পর্দায় অভিনেত্রী ইধিকা পাল

মোহনা মাইতি

রিমলি, পিলু ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী ইধিকা পাল। নিজের অসাধারণ অভিনয় দক্ষতায় খুব সহজেই দর্শকের মন জিতে নেয়। পিলু ধারাবাহিকে সাইড অভিনেত্রী হলেও নায়িকাকে ছাপিয়ে যায় তার অভিনয়।

নিজের অভিনয় দক্ষতার জন্যই বাংলাদেশের সিনেমায় সুযোগ পায় ইধিকা। আর প্রথম সিনেমাতেই ছক্কা হাঁকায়। ওপার বাংলায় সকলের ঘরে ঘরে তিনি প্রিয়তমা হয়ে ওঠে। কিছুদিন আগে খাদান সিনেমায় অভিনয় করে বক্স অফিস কাঁপান। এখনো দেব আর তার অভিনীত খাদান সিনেমা হলে হাউজফুল।

পিলু ধারাবাহিকের পর ইধিকাকে আর ছোটপর্দায় দেখা যায়নি। বড়পর্দায় কাজ করলেও ছোটপর্দার দর্শক তাকে ভীষণ মিস করছেন। তাই দর্শকের কথা ভেবেই বহুদিন পর ছোটপর্দায় পা রাখলেন ইধিকা। না কোনও বাংলা সিরিয়ালে নয়, বরং আজ জি-বাংলার রান্নাঘরে এসেছিলেন অভিনেত্রী। তাকে দেখে খুশি হয়েছেন তার ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Idhika Paul (@actresspaul)