২০ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। একের পর এক সিনেমা থেকে একাধিক সিরিয়াল নিজের অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করেছেন। কিছুদিন আগেই পেয়েছেন ‘মহানন্দা’ ছবিতে অভিনয়ের জন্য অটোয়া ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
একজন সেরা অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করে দিয়েছেন গার্গী। তবে এবার নিজের নতুন অধ্যায় শুরু করলেন। অভিনেত্রী পর এবার গায়িকা হতে চলেছেন তিনি। অতনু রায়চৌধুরীর ছবি শেষ পাতার জন্য ‘আমার জ্বলেনি আলো’ গানটি গাইলেন গার্গী। তার কণ্ঠে এই গান রীতিমতো মন ছুঁয়ে গেছে দর্শকদের।
গানের বিষয় অভিনেত্রী জানিয়েছেন, “আমি আমার সব অনুভূতিতেই মানসিক আশ্রয় খুঁজে পেয়েছি রবীন্দ্র সঙ্গীতে। অতনুদা আমায় চিত্রনাট্যটা দিয়েই জানিয়েছিলেন, এই ছবির দুটো গান আমায় গাইতে হবে। দুইই রবীন্দ্রসঙ্গীত। তার মধ্যে একটা গান মুক্তি পেয়েছে। আমি রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে অনুভব করি, সেভাবেই গেয়েছি। হয়তো কম বয়সে গাইলে এই গানটাই অন্যরকমভাবে গাইতাম। অভিজ্ঞতা যেন আরও পরিণত করেছে গানটাকে।’