অভিনেত্রী দিয়া বসু ছোটপর্দার দর্শকের কাছে অতি পরিচিত মুখ। ‘জীবন সাথী’ ধারাবাহিকে প্রথম লিড রোলে প্রিয়ম চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। এর আগে হৃদয় হরণ বি.এ পাস’, ‘কনেবউ’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।
‘জীবন সাথী’ ধারাবাহিকের পর কালার্স বাংলায় ‘ক্যানিং-এর মিনু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে শেষবারের মতো দেখা যায় সান বাংলার ‘কনস্টেবল মঞ্জু’তে। তবে বহুদিন প্রধান সারির চ্যানেলে কাজ করছেন না দিয়া।
‘জীবন সাথী’ ধারাবাহিকের পর বহু বছর আবার প্রধান সারির চ্যানেলে ফিরতে চলেছেন দিয়া। শোনা যাচ্ছে, স্টার জলসার আসছে এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’।