অসুস্থ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! হবে অস্ত্রোপচার, কি হয়েছে অভিনেত্রীর?

দিতিপ্রিয়া রায়

এই মুহুর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। মেঘরাজের কবল থেকে বেঁচে ফিরল আর্য-অপর্ণা। তবে এরই মাঝে আচমকাই খারাপ খবর। অসুস্থ ছোটপর্দার অপর্ণা ওরফে দিতিপ্রিয়া রায়।

কি এমন হল অভিনেত্রীর? নিজের অসুস্থতার খবর নিজেই জানালেন দিতিপ্রিয়া। সম্প্রতি দিতিপ্রিরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন। আর তাতে লেখা “আজ আমার একটি ছোট অস্ত্রোপচার হবে এবং হয়তো ফোন কলের উত্তর দিতে পারব না। খুব জরুরি হলে দয়া করে একটি মেসেজ দিন। আমি শীঘ্রই ফিরে আসব।” দিতিপ্রিয়ার পোস্টটি সামনে আসতেই বেশ উত্তেজনায় অভিনেত্রীর অনুরাগীরা।

নাকের হাড়ে সমস্যা দেখা দিয়েছে অভিনেত্রীর। সেটারই অস্ত্রোপচার হবে। প্রায় দু’বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু হয়ে ওঠেনি। অভিনেত্রীর মা জানিয়েছেন, প্রতি দিনই শুটিং করছিলেন তিনি। কিন্তু শটের ফাঁকে অনেক সময় নাক থেকে রক্ত পড়ছিল। তার পরেই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব যে বড় অস্ত্রোপচার তা নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিকই আছেন।

অস্ত্রোপচারের কারণে কি এই মুহুর্তে ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন অপর্ণা? যদিও এই বিষয়ে এখনও কিছুই জানাননি দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া রায়

Previous article70 টি অতীত নিয়ে উক্তি যা জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।