মহানায়কের বায়োপিকে সাবিত্রীর ভূমিকায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

বড় পর্দায় আজও মহানায়ক একজন, উত্তম কুমার। তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগেই। তবে তার অভিনয় আজও বাঙালির প্রানে। তার অভিনয়ের ধারে কাছে আসতে পারেনি আজও কোনও অভিনেতা। তাই হয়তো উত্তম কুমার একজনই।

রুপালি পর্দায় উত্তম-সুচিত্রা জুটি এভারগ্রিন জুটি। তাদের নিয়ে মানুষের আজও কৌতূহল রয়েছে মনে। তাই উত্তম-সুচিত্রার কেমেস্ট্রি  তুলে ধরতে এবার বড় পর্দায় তৈরি করা হচ্ছে মহানায়কের বায়োপিক। পরিচালক অতনু বোস। তবে খুশির খবর মহানায়কের বায়োপিক অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রানী রাসমণির রানীমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে।

মহানায়কের বায়োপিকে

তবে সুচিত্রার চরিত্রে নয় বরং দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায়। অতনু বোসের হাত ধরে বাংলা তৈরি হবে ‘অচেনা উত্তম’। যেখানে মহানায়কের জীবনে অজানা কাহিনী তুলে ধরা হবে।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ছাড়াও ছবিতে রয়েছেন মহানায়কের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, মহানায়িকার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং গৌরীদেবী ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

মহানায়কের বায়োপিকে

অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানান, অতনুদা অনেক বড় চ্যালেঞ্জ দিয়েছে এবং আমি আমার মতো করে সেরা দেওয়ার চেষ্টা করব। রানী রানী রাসমণির সেটে মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের কাছ থেকে উত্তম কুমার সম্বন্ধে অনেক তথ্য জেনেছেন দিতিপ্রিয়া। সেটাকেই কাজে লাগবেন ‘অচেনা উত্তমে’।

আবারও দিতিপ্রিয়ার অভিনয় জয়জয়কার। এত বড় চরিত্রে সুযোগ পেয়ে আরও একবার প্রমানিত হল। মার্চ থেকে শুটিং শুরু অচেনা উত্তমের।

2 Comments

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here