
প্রায় পাঁচ মাস হয়ে গেল বাংলা টেলিভিশনে দেখা মিলছে না অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। মাঝে শোনা যায়, হকি প্লেয়ারের ভূমিকায় পর্দায় ফিরবেন। তবে বহুদিন হয়ে গেলে তাকে দেখা যাচ্ছে না ছোটপর্দায়। তবে মাঝে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন।
কবে পর্দায় ফিরবেন দীপান্বিতা? এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি আবার বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন। তবে কোন প্রযোজনা সংস্থা অথবা কোন ধরণের চরিত্রে তিনি ফিরছেন জানা যায়নি।
প্রসঙ্গত, দীপান্বিতা বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা। সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে অল্প সময়ে শেষবারের মতো তাকে দেখা গেছে। আপাতত অভিনেত্রীর ফেরার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।