‘তুঁতে’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ছোটপর্দার এক জনপ্রিয় মুখ। ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে খ্যাতি পেয়েছিলেন। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। তবে ‘খুকুমণি’ হিসাবেই বেশি পরিচিত।

দীপান্বিতাকে পর্দায় শেষবারের মতো দেখা যায় স্টার জলসার ‘তুঁতে’ ধারাবাহিকে। তবে খুব বেশিদিন এই ধারাবাহিক পর্দায় চলেনি। তবে ফের ফিরতে চলেছেন অভিনেত্রী। এবার আর প্রধান সারির চ্যানেলে নয়, সান বাংলার সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরছেন তিনি।

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

সান বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মঙ্গলময়ী মা শীতলা’। এই ধারাবাহিকে আসতে চলেছে বড় লিপ। ১২ বছর এগিয়ে যাবে গল্প। এতদিন ছোট ভূমিকায় অভিনয় করছিলেন শুভশ্রী চক্রবর্তী। এবার মা শীতলার বড়বেলার চরিত্রে দেখা মিলবে ‘তুঁতে’র নায়িকার। এই প্রথম সিরিয়ালে দেবী চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপান্বিতা।