সিরিয়ালের পর নতুন জার্নিতে ছোটপর্দার তুঁতে ওরফে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। ছোটপর্দায় তাকে শেষ দেখা যায় মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে। তুঁতে ধারাবাহিকের নায়িকা হিসাবেও অভিনয় করেছিলেন দীপান্বিতা। তবে তার অভিনীত এই ধারাবাহিকটি খুব বেশিদিন পর্দায় চলেনি।

এর আগে ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নায়িকা হিসাবে খ্যাতি পেলেও তার শুরুটা হয়েছিল পার্শ্ব চরিত্রের হাত ধরে। তার অভিনীত প্রথম ধারাবাহিক সাঁঝের বাতি’।

তবে সূত্রের খবরে শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরতে চলেছেন দীপান্বিতা। তবে তার নতুন জার্নিতে পা রাখলেন তিনি। এবার পুজোড় গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে দীপান্বিতাকে।