বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। যাকে এই মুহূর্তে কথা ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে মিঠাই ধারাবাহিকে শ্রীতমা চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন।
পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকের কাছে প্রশংসা পেয়েছেন তিনি। দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছে দিয়া। তবে অভিনেত্রী মাকে নিয়ে এমন কথা বলে বসেন যা নিয়ে ট্রোলডের সম্মুখীন হতে হচ্ছে তাকে।
দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন দিয়া। সেখানে এসে বলে বসেন ‘আমার মা চুরি করেন’। আর অভিনেত্রী মুখে এমন কথা শুনতে কেউ প্রস্তুত ছিল না। অনেকের মতে এই ধরণের কথা তার কাছ থেকে আসা করা যায়না। যদিও অভিনেত্রী পুরোটাই মজার ছলে বলেছেন।
অভিনেত্রীর মা গাছ প্রেমী। রাস্তাঘাটে যেখানে ভালো গাছ দেখেন তিনি দাঁড়িয়ে পড়েন। এমনকি রাস্তায় গাছ দেখলেই গাড়ি থামিয়ে সেটা বাড়ি নিয়ে আসেন। আর তাই দিয়া মজার ছলে বলেন, ‘রাস্তায় যেখানেই গাছ দেখবে আমার মা চুরি করে।’ যদিও এটি একেবারেই মজার ছলে নেননি নেটিজেনরা।