দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়

দেবযানী চট্টোপাধ্যায়

বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। তাকে শেষ দেখা গেছিল জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। এরপর টেলিভিশনের পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন দেবযানী। যদিও বড় পর্দা ও ওটিটিতে সমানতালে কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী।

প্রায় তিন বছর পর ফের ছোট পর্দায় ফিরছেন দেবযানী। এসভিএফ-এর প্রযোজনায় জি বাংলায় শুরু হয়েছে ‘চিরদিনিই তুমি যে আমার’। ধারাবাহিকে জুটি হিসাবে কাহ করছেন দিতিপ্রিয়া ও জিতু কমল। গল্পে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করবেন দেবযানী।

এর আগে বহু ধারাবাহিকে নেগেটিভ এবং পজিটিভ সব রকমের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন দেবযানী। বড়পর্দা, ছোটপর্দা মিলিয়ে বেশ পরিচিতি গড়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অরিন্দম শীল ‘তীরন্দাজ শবর’, ‘দুর্গা সহায়’-এর মতো ছবি।