‘ইস, কী কালো বাচ্চা…’, সাত মাসের সন্তানের গায়ের রং নিয়ে কটাক্ষে তীব্র প্রতিবাদ জানালেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

 অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

অধিকাংশ মানুষ মনে করেন সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম, যেখানে যা খুশি মন্তব্য করা যায়, মানুষকে ট্রোলড করা যায়, বিশেষ করে সেলিব্রেটি মানুষদের। তবে এই কুরুচিকর মন্তব্য তাদের কতটা আঘাত লাগে সে কথা কেউ ভাবে দেখেন না।

এবার এমনি এক ঘটনা ঘটল হিন্দি টেলিভিশনের জনপ্রিয় গোপী বহু ওরফে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সাত মাসের ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করতেই  ২০০০ এরও বেশি নেতিবাচক মন্তব্য তার অভিনেত্রীর কমেন্ট বক্স জুড়ে। শুধু তাই নয়, এমনি সাত মাসের শিশুর গায়ের রং নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা। তবে চুপ থাকেননি অভিনেত্রী। ছেলের গায়ের রং নিয়ে কটাক্ষ তীব্র প্রতিবাদ জানান দেবলীনা।

ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করতেই কিছু নেটিজেন কটাক্ষ করে লেখেন, “ইস! কি কালো বাচ্চা’। অনেকে আবার মন্তব্য করেন বাবা জন্যই ছেলের এই গায়ের রং। একজন লেখেন, ‘ছেলে বাবার উপর গিয়েছে।’

সেই স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দেবলীনা লেখেন, “ছেলের উপর ২০০০ এরও বেশি নেতিবাচক মন্তব্য। এবার এদের প্রাপ্য চিকিৎসা দেওয়া হোক। সাত মাসের শিশুকে ট্রোল করে… রঙের কথা, ধর্মের কথা… একটা সীমা আছে। দয়া করে আমাকে এই জাতীয় ট্রোলের স্ক্রিনশট এবং প্রোফাইল ডিএম করুন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করছি।’

অন্য একজন নিয়ে দেবলীনা লেখেন, ‘এই মেয়েটি দিল্লির একজন ইঞ্জিনিয়ার। কীসের ইঞ্জিনিয়ার, সেটা ও-ই ভালো জানে। এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও না জীবনে উন্নতি হল, না চিন্তাধারায়। এমন যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে বুঝে নাও ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।’