‘সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এসে বসিয়ে রেখেও ডাকা হত না’, বললেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী

অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী

অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী, বাংলা বিনোদন দুনিয়ায় অতি জনপ্রিয় মুখ। বোঝে না সে বোঝে ধারাবাহিকের হাত ধরে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই সময় থেকে এখনো পর্যন্ত বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন। তাকে উড়ান ধারাবাহিকে দেখা গিয়েছিল শেষবারের মতো।

স্বপ্ন উড়ান’, ‘পুণ্যি পুকুর’, ‘প্রতিদান’, ‘সুবর্নলতা’, ‘ভানুমতীর খেল’, ‘ত্রিনয়নী’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অনু চরিত্রে এবং মেয়েবেলা ধারাবাহিকে চাঁদনী চরিত্রে।

অভিনয়ের পাশাপাশি নিজে অ্যাক্টিংও শেখান দেবপর্ণা। তবে এত সাফল্যের পিছনে রয়েছে অভিনেত্রী কঠোর পরিশ্রম। ক্যারিয়ার শুরুর দিকে অনেক অপমান সহ্য করতে হয় তাকে। একসময় এক  সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন,  যখন তিনি ছোটপর্দায় কাজ শুরু করেছিলেন সেই সময় শুরু প্রথম দিকে সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এসে বসে থাকতেন, তারপরে অভিনয়ের জন্য ডাক আসত না। এমনদিনও গেছে, তবে সেই সব দুর্দিন পেরিয়ে তিনি টেলিভিশন জগতের পরিচিত মুখ হয়ে উঠতে পেরেছেন।