‘বাবা আত্মহত্যা করেছিল’…জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় ছোটপর্দার জনপ্রিয় মুখ। সাঁঝের বাতি, সাহেবের চিঠি-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ইউটিবার। বর্তমানে তিনি হিন্দি সিরিয়ালে কাজ করছেন।

তবে এত সাফল্য পাওয়ার পিছনে অভিনেত্রীর জীবনে অনেক লড়াইয়ের কাহিনী রয়েছে। সম্প্রতি দিদি নং ১-এ এসেছিলেন দেবচন্দ্রিমা। এদিন নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

দেবচন্দ্রিমা জানান, ‘মা সবসময় বলতো যে আমি আছি, কিন্তু যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকে যাবে ততক্ষণ আমার দিকে ঘুরে তাকাবে না। মা আমায় বলে ভেবো না তোমার পিছনে কেউ না কেউ থাকবে। সারাজীবন কেউ বাঁচে না। নিজের শিরদাঁড়ার জোর নিজে বানাও। মরে যাওয়া খুব সোজা। আমার বাবা আত্মহত্যা করেছিল। লড়াই করতে পারেনি বলেই করেছিল। আমি তাই বিশ্বাস করি জীবনে যাই হয়ে যাক লড়ে বাঁচতে হবে। মায়ের থেকে শিখেছি এটা। তাই হয়তো এতটা স্বাবলম্বী হয়ে গিয়েছি। যাই হয়ে যাক হার মানব না’।