বাংলা চলচ্চিত্র জগতের একজন দাপুটে অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। শিশু শিল্পী হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে মাঝে ১০ বছর রাজনীতির জন্য অভিনয়কে বিদায় জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।
‘সর্বজয়া’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে কামব্যাক করেন। ৬০ বছর বয়সে ছোটপর্দায় নায়িকা হিসাবে কামব্যাক করেও নিজের প্রাপ্য সম্মান অধিকার করে নিয়েছিলেন। তিনি আজও সকলের প্রিয় একজন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও অনুষ্ঠানের মঞ্চে নিজের অভিনীত ‘চোখের আলোয়’ সিনেমার জনপ্রিয় গান ‘আর কত রাত একা থাকব’ গাইলেন দেবশ্রী রায়। বর্তমানে তার বয়স ৬৩। এই বয়সে তার কণ্ঠে আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর গান শুনে প্রশংসায় জানাচ্ছেন নেটিজেনরা।