স্বর্ণযুগের একজন জনপ্রিয় নায়িকা হলেন দেবশ্রী রায়। দেবশ্রী রায়ের অভিনয় দক্ষতা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। বড়পর্দা থেকে ছোটপর্দা দাপটের সঙ্গে কাজ করেছেন। তবে এবার একেবারে নতুন রুপে দেখা গেল অভিনেত্রীকে।
বহুদিন পর ফ্যাশন শুট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা গেল লাল বেনারসি শাড়িতে ছিমছাম মা দুর্গার সাথে। নতুন ফোটশুটে অভিনেত্রীকে অপূর্ব লাগছে।
এতদিন পর নতুন ফোটশুটে ফিরে এই সময়কে দেওয়া দেবশ্রী জানান, ‘আমার ভীষণ ভালো লেগেছে। শুটের কনসেপ্টটা এত ভালো যে শুনেই মনে ধরেছিল। এ রকম একটা কনসেপ্টে যে ফোটোশুট হতে পারে সেটা সত্যিই ভাববার বিষয়। খুবই সুন্দর একটা বিষয় ছিল শুটের। মা দুর্গা বললেই আমরা কল্পনা করে নিই যে তিনি মুকুট পরে, অস্ত্র নিয়ে, সেজে আছেন। কিন্তু মা দুর্গা তো আসলে মা-ই। তাঁর সন্তান আছে। তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসেন। একেবারে সাধারণ মায়েদের মতো। মা দুর্গা তো সব মায়ের প্রতীক। মা সব সময়ে সন্তানদের আগলে রাখেন।’
তিনি আরও বলেন, এই ফোটোশুটে খুব আড়ম্বর নেই। খালি শাঁখা-পলা পরে আছি। আর কোনও গয়না পরিনি। পায়ে আলতা আছে। হালকা গয়না পরেছি। আর একটা লাল বেনারসি পরে ঘাটে বসে রয়েছি। এই সাধারণ একটা সাজ দিয়ে এত অসাধারণ কিছু বোঝানো হয়েছে, যা সত্যিই ভালো লেগেছে।’