মাস্টার তাপুর বর্তমান অবস্থা দেখে চোখে জল অভিনেত্রী চুমকি চৌধুরীর, কি হয়েছে অভিনেতার?

চুমকি চৌধুরী

‘পুলিশ দাদা , ও পুলিশ দাদা…’ ৯০ এর দশকে বাংলা সিনেমার স্বর্ণযুগে ‘শত্রু’ ছবির সেই সংলাপ আজও বাঙালির মনের মণিকোঠায়। ভরপুর অ্যাকশন, ড্রামায় মোড়া ছবিতে রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল -সহ একঝাক তারকার মাঝে দর্শকের নজর কেরেছিলেন মাস্টার তাপু। ছবিতে অনাথ শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সে সময় একাধিক বাংলা ছবিতে দেখা যেত তাকে। ছোট্ট তাপু আজ অনেকটাই বড়। মাঝে কেটে গেছে অনেক গুলো বছর অভিনয় জগত থেকে নিজেকে আরাল করেছেন মাস্টার তাপু। শোনা যায় বর্তমানে কলকাতার এক নামী কলেজের অধ্যাপক তিনি।

সম্প্রতি মাস্টার তাপুকে কেন্দ্র করে অভিনেত্রী চুমকি চৌধুরী, তার সঙ্গে কাটানো মুহূর্তের কথা শেয়ার করেন সকলের সাথে। চুমকি চৌধুরীর কথায়, মাস্টার তাপু যখন খুবই ছোট, ডায়লগ বলতে পারে না, তখন তাকে শুটিং এর ফাঁকে ব্রেক দিতে দেরি হলে পরিচালক অঞ্জন চৌধুরী (চুমকি চৌধুরীর বাবা) প্রোডাকশনের উপর খুব রাগারাগিও করতেন।

চুমকি চৌধুরীর কথায় জানা যায়, বয়স বাড়ার সাথে সাথে খানিকতা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন মাস্টার তাপু। অভিনেত্রী আর বলেন, যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন মাস্টার তাপুও থাকবে।