বাঙালি অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। টেলিভিশন শো, সিনেমা এবং ওয়েব সিরিজে বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ছোটপর্দায় তিনি ‘গৌরী এলো’ ধারাবাহিকের খলনায়িকা শৈল মা হিসাবে আজও পরিচিত।
যদিও এই মুহূর্তে দর্শক ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে দেখছেন। পর্দায় তার বেশিরভাগ চরিত্রই খলনায়িকার হলেও তার অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। ধারাবাহিকের পর এবার বড়পর্দায় সুযোগ পেলেন চান্দ্রেয়ী ঘোষ। তবে কোন ছবিতে কি চরিত্রে দেখা মিলবে তার?
একদিকে যেমন বদলাচ্ছে বাংলা ছবির ঘরানা ঠিক তেমনই নিজেদের নতুন অবতারে সাজাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরাও। অ্যাকশন থ্রিলারের পাশাপাশি জমজমাট রহস্যই বেশিরভাগ গল্পের বিষয়। আসছে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর নতুন ছবি ‘ব্ল্যাক’।
ছবিতে দেখা মিলবে একগুচ্ছ তারকার। আর তার মধ্যে পুলিশ অফিসার ‘বৃন্দা সেন’-এর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে।
ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, তন্বীষ্ঠা বিশ্বাস কে। সূত্রের খবর, কলকাতার আশেপাশেই চলবে ছবির শুটিং।