অভিনেত্রী চাঁদনী সাহাকে আশাকরি সকলেই প্রায় চেনেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। নিজের অভিনয় দিয়েই ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছে চাঁদনী।
‘কাছে আয় সই’, ‘মনসা’, ‘বেনে বউ’ ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন। বর্তমানে একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেন চাঁদনী। তার পার্শ্বচরিত্রে অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে হল ‘যমুনা ঢাকি’, ‘মাধবীলতা’ সহ আরও অনেক।
অভিনয় জগতে রয়েছেন প্রায় ১৪ বছর। এত বছর কঠোর পরিশ্রমের পর প্রথমবার স্বপ্ন পূরণ হতে চলেছে চাঁদনীর। বাংলা ধারাবাহিকের গন্ডি পেরিয়ে বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী। ‘রক্তবীজ ২’ তে একজন ‘আইএএস অফিসার’-এর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
আজকাল ডট ইন পেজে অভিনেত্রী জানিয়েছেন, ‘একজন আইএএস অফিসারের চরিত্রে অভিনয় করছি। কতক্ষণের বা কত বড় চরিত্র তা জানিনা। খুব ছোটবেলায় বড়পর্দায় কাজ করলেও ২০১১ সাল থেকে যখন পাকাপাকিভাবে অভিনয় শুরু করি তারপর থেকে এই ১৪ বছরে ইচ্ছে থাকলেও কাজ পাইনি। অবশেষে এমন একটি প্রযোজনা সংস্থার সঙ্গে প্রথমবার কাজ করছি বড়পর্দায়। পাঁচ মিনিটের চরিত্র হলেও আমি করতাম। আর একটা কথা আমি বলতে চাই, অডিশন দিয়ে এই চরিত্র আমি পেয়েছি। কারণ এখানে অডিশন দিয়ে নির্বাচন হলে আমার মনে হয় আমি অনেক বেশি কাজ পেতাম, বড়পর্দায় বা ওয়েব সিরিজে কাজ করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র ভাল অডিশন বা ভাল অভিনয় দিয়েই এখানে কাজ পাওয়া যায় না। এক্ষেত্রে ‘ব্লুজ প্রযোজনা সংস্থা’র পাশাপাশি অবশ্যই ‘উইন্ডোজ প্রযোজনা সংস্থা’র কথা আমায় বলতেই হবে। আমার অডিশন দেখেই তাঁরা আমায় নির্বাচন করেন। এক্ষেত্রে উইন্ডোজ প্রযোজনা সংস্থার কাছেও আমি কৃতজ্ঞ, অন্তত কাজ দেখানোর সুযোগ আমি পেয়েছি। এত বছরের অপেক্ষায় পরে প্রথম বড়পর্দায় কাজ তাই অবশ্যই খুব খুশি। যদিও এখনও আমার শুটিং শুরু হয়নি। চরিত্রটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের আরও বেশি করে লক্ষ্য করছি।’
সুত্রঃ https://aajkaal . in/story/40239/actress-chandni-saha-makes-her-big-screen-debut-in-raktabeej-2-breaking-news%C2%A0