জীবনে এই প্রথমবার! বহুদিন পর আবারও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেত্রী চাঁদনী সাহা

অভিনেত্রী চাঁদনী সাহা

অভিনেত্রী চাঁদনী সাহা, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিকের নায়িকা হয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তাকে বেশিরভাগ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে বেশ কিছুদিন ধরে ছোটপর্দায় তেমন তাকে দেখা যাচ্ছে না।

তবে এবার স্টার জলসার হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে একেবারে নতুন রুপে দর্শক তাকে দেখতে চলেছেন। জীবনে এই প্রথমবার গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন চাঁদনী।

নিজের সেই লুক সামনে এনে অভিনেত্রী লেখেন, “প্রথমবারের মতো, আমি একজন গ্যাংস্টারের ভূমিকায় পা রাখছি — যা আমি আগে কখনও করিনি। এটি একটি নতুন চ্যালেঞ্জ, এবং এই চরিত্রের প্রতি ন্যায়বিচার করার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি। টেন্ট সিনেমাকে আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সাথে থাকুন এবং দেখতে থাকুন রঙমতি তীরন্দাজ —
আপনার ভালোবাসা এবং সমর্থন সবকিছু!”