মায়ের শাড়ি পরেই মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীর কাজ, আবেগপ্রবণ চৈতি ঘোষাল

 চৈতি ঘোষাল

১৭ ই এপ্রিল ছিল অভিনেত্রী চৈতি ঘোষালের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক একবছর আগে এই দিনে মাকে হারিয়েছেন অভিনেত্রী। রীতি মেনে মায়ের একবছরের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন চৈতি এবং তার বোন মিতালী। এই দুই বোন তার মায়ের সবচেয়ে কাছের ছিল। মায়ের মৃত্যুবার্ষিকীতে ভারাক্রান্ত মনেই ফেসবুকে আবেগঘন পোস্ট দুই বোনের।

মায়ের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “এক বছর তুমি নেই.. মা.. তোমার হলুদ সাদা গোলাপ আর রজনীগন্ধার মাঝে তুমি.. পাশে বাবা.. পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হল..জানো মা সবাই তোমার শাড়ি পরেছিল আজ.. তোমার পছন্দের খাবার রান্না হয়েছিল.. তুমি দেখছ.. কিন্তু ডাকঘরের অমলের মতো আমার নবীন চোখ তো নেই তাই শুধু ভিতরে কম্পন অনুভব করছি.. আমার রোজ…আমার প্রতিটি চেতনায়.. আমার মা”।

এদিন মায়ের ছবির পাশে মালা দিয়ে সাজিয়ে বাবার ছবিও রেখেছিল চৈতি। বাবা শ্যামল ঘোষালই তার অনুপ্রেরণা। বাবা-মা আজ নেই কিন্তু সেই শূন্যতা আর কোনও দিনও পূরণ হবে না…তাই তো অভিনেত্রীর ভাষায় মানব-বন্ধন চিরকাল থাকবে..।’

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here