ইন্ডাস্ট্রিতে প্রায় ১৫ বছর পার! অভিনয় জগতের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

 

বাসবদত্তা চট্টোপাধ্যায়

ইন্ডাস্ট্রির অন্দরে কাটিয়েছেন ফেলেছেন প্রায় ১৪-১৫ বছর। টেলিভিশনের পর্দায় ‘বয়েই গেল’, ‘মন নিয়ে কাছাকাছি’, ‘আসা যাওয়ার মাঝে’, ‘তখন কুয়াশা ছিল’-সহ একাধিক ধারাবাহিকে ও ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। শেষবারের মত পর্দায় তাকে দেখা যাচ্ছিল ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

সম্প্রতি নিজের অভিনয় জগতের জার্নি নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। ক্যারিয়ার শুরুই হয়েছিল সঞ্চালনা দিয়েই। এরপর আসতে আসতে ধারাবাহিকে কাজ শুরু করেন। জি বাংলার ‘বয়েই গেল’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। কৃষ্ণা চরিত্রে বাসবদত্তার অভিনয় নজর কাড়ে দর্শকের।

তবে আচমকাই ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন বাসবদত্তা, কিন্তু কেন? যদিও এর আসল কারণ অভিনেত্রী ব্যাখ্যা করেননি। তবে কোন এক সাক্ষাৎকাড়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নিজেও জানতেন না যে অভিনয়টা তিনি আর করবেন না, দর্শক তাকে শাড়ি পড়া, চুলে বিনুনি এমন বেশেই দেখে অভ্যস্ত। তাই চেনা ছকের বাইরে কিছু করতে গেলেই নানা বাধার সন্মুখিন হতে হত বাসবদত্তাকে।

সবশেষে, কোনকিছু তোয়াক্কা না করেই নিজেকে এগিয়ে নিয়ে গেছেন অভিনেত্রী। আজ পর্দায় একজন সফল অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়েছেন বাসবদত্তা।