
গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে ধরা দিলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করলেন তার নতুন লুকের ছবি, যা সামনে আসতেই অনেকেই ভাবছেন তিনি কি তাহলে আগামী কোনও সিনেমা বা সিরিয়ালের প্রস্তুতি নিচ্ছেন।
বাসবদত্তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।
একটি অন্ধকার ঘরে তোলা এই ছবিটিতে নায়িকার পেছনে দেখতে পাওয়া যাচ্ছে পুরনো দিনের আয়না, দুপাশে দুটি মোমবাতি, এক পাশে রাখা পদ্ম। আলো- আঁধারিতে তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে মেরুন রঙের সরু পাড়ের শাড়ি, গলায় পদ্মমালা সোনার হার, মাথায় মুকুট, অভিনেত্রীর রুপ যেন সাক্ষাৎ দেবী লক্ষ্মী। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, দেবদর্শন।
তাহলে কি তেমনই কোনও ঐশ্বরিক গল্পে এবার অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে?তেমন কিছুই নয়। আসলে এটি একটি ফটোশুটের অংশ মাত্র। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দুর্গাপুজোর থিম উপলক্ষে এই ফটোশুট করা হয়েছে।
View this post on Instagram