সিরিয়ালপ্রেমীরা বিনোদন দুনিয়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে আশাকরি সকলেই চেনেন। যাকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।
এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন বাসবদত্তা। বয়েই গেল ধারাবাহিকের হাত ধরেই তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। একাধিক পারিবারিক গল্পে তাকে দেখা গেলেও এবার একেবারে অন্যরকম গল্প নিয়ে ফিরলেন অভিনেত্রী।
জি-বাংলার নতুন চ্যানেলে আসছে একাধিক মেগা ধারাবাহিক। সেই চ্যানেলেই আসছে নতুন এক মেগা ‘ SIT বেঙ্গল’। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো সকলের সামনে এসেছে। এই মেগাতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বাসবদত্তা। ধারাবাহিকে গল্প কোনও সাংসারিক কুটকাচালি নয়, বরং ডিটেকটিভ গল্প নিয়ে হাজির হচ্ছে এই মেগা।