ফের বাংলা সিরিয়ালে ফিরলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ। যিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বড়পর্দাতেও কাজ করেছেন বাসবদত্ত। ছোটপর্দায় তাকে শেষবারের মতো দেখা যায় জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

এই ধারাবাহিকে তার চরিত্রটি ভালো প্রশংসা অর্জন করেছিল দর্শকমহলে। তবে বহুদিন পর তাকে বাংলা সিরিয়ালে দেখা যাবে। যদিও একটি সিরিজেই তাকে দেখবেন দর্শক।

বাংলা টেলিভিশন জগতে দর্শকের মনোরঞ্জনের জন্য আসছে ১০০ দিনের টেলি সিরিজ  ‘হরি ঘোষের গোয়াল’। পরিকল্পনায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এই সাপ্তাহিক টেলি সিরিজের পরিচালনায় রয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়। ভরপুর কমেডিতে মোড়া এই সিরিজ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ঘোষ বাড়ি’। সেই বাড়ির কর্তার চরিত্রে থাকবেন বিশ্বনাথ বসু।

সিরিজের আজকের পর্বে থাকবেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নিজেই সেই সুখবর শেয়ার করেন তিনি। যদিও তিনি জানিয়েচেন আজকের পর্বতেই তাকে দেখা যাবে। আজ শুধুমাত্র দূরদর্শন এ ঠিক রাত ৮.৩০ টায় দেখা যাবে সেই সিরিজ।